রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা পরিষদের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও মাস্ক তুলেদেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার প্রমুখ।
এসময় উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হাতে স্বাস্থ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।