প্রচন্ড তাপদহে আম-লিচু গাছের গোড়ার মাটি ফেটে সড়ে যাওয়ায় আম-লিচু গুটি ঝড়ে পড়ছে। চাষীগণ নিজ উদ্যোগে পানি দিয়ে নিয়মিত গাছের গোড়া ভিজাচ্ছেন। তাপমাত্রা বেড়ে যাওয়া, পানিরস্তর নেমে যাওয়ায় টিওবয়েল, সেলোমেশিনে ঠিকমত পানি উঠছে না।
খানা গর্ত, পুকুরের পানি অনেক আগেই শুকিয়ে গিয়েছে। দীর্ঘদিন এলাকায় বৃষ্টি না হওয়ায় এমন হয়েছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তাগণ নিয়মিত গাছের গোড়ায় চাষীদের পানি দেওয়ার পরামর্শ দিচ্ছেন।