রিয়াল মাদ্রিদ স্বস্তির নিশ্বাস না নিতে পারলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখনও শিরোপার পথেই হাঁটছে। এল ক্লাসিকোয় মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারের পর গেতাফেকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল।
সোমবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে তারা। যেখানে জোড়া গোল করেছেন অ্যান্তোনিও গ্রিজম্যান। এ জয়ের ফলে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেও প্রতিদ্বন্দ্বী ক্লাবটির সমান পয়েন্ট বার্সার। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে বার্সা।
ভিয়ারিয়ালের মাঠে প্রথম দিকে এগিয়ে যায় স্বাগতিক দল। স্যামুয়েল চুকউইজে ভিয়ারিয়ালের হয়ে সেই গোলটি করেন। এর দুই মিনিট পরই ম্যাচে সমতা টানেন বার্সার ফরাসি তারকা গ্রিজম্যান। ৩৫তম মিনিটে ফের ভিয়ারিয়ালের জালভেদ করেন তিনি। বাকি সময়ে দুদলই খেলেছে সমানে সমান। তবে কেউই গোল পায়নি এই যা ফল।
এ জয়ে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট সংগ্রহ মেসি বাহিনীর। এক ম্যাচ বেশি খেলা সত্ত্বেও রিয়াল মাদ্রিদেরও ৭১ পয়েন্ট। হেরে যাওয়া ভিয়ারিয়াল ৩৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে।