জয়পুরহাটের সকল রাস্তাঘাটে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেসি ট্রাক্টর ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি চলতে দেওয়া হবে না মর্মে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক খুদে বার্তা পোস্ট করা হয়েছে।
সেখানে লেখা হয়েছে- ‘সম্প্রতি জয়পুরহাট জেলার বেশ কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিও আপনাদের মতো অত্যন্ত মর্মাহত ও বেদনার্ত। জয়পুরহাটের সকল মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও যেকোনো সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আমি আপনাদের পুলিশ সুপার হিসেবে এই মুহূর্তে ঘোষণা করছি যে, আজ থেকে জয়পুরহাট জেলার যেকোনো রাস্তায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনভাবেই উল্লেখিত দুটি যানবাহন চলতে দেওয়া হবে না।
শুধু রাত ১০টা হতে সকাল ৮টা পর্যন্ত চলতে দেওয়া হবে। আমার এই ঘোষণাটি বাস্তবায়নে আমি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এর সফল বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।