ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫শ’ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষগুলো।