প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পোরশা উপজেলার বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যাদের বেশির ভাগ নি¤œবিত্ত ও শ্রমিক শ্রেণির মানুষ। কিন্তু সরকারি অফিসে চাকরি করেও মানবেতর জীবনযাপন করছেন নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরার বা নকল নবিসগণ। করোনা ভাইরাসের কারণে সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কাজের বিনিময়ে পারিশ্রমিক পাওয়া কর্মরত ২১ জন নকল নবিস।
উপজেলা এক্সট্রা-মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের সভাপতি আমির উদ্দীন (বাবু) জানান, তাদের ৮থেকে ৯ মাসের লেখনি বাবদ অনেক টাকা পাওনা রয়েছে। এর পর গত ২সপ্তাহ সাব-রেজিস্ট্রি অফিস করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকায় এবং লেখনির অর্থ না পেয়ে আমরা পরিবার পরিজন নিয়ে অনেক মানবেতর জীবনযাপন করছি।
তিনি আক্ষেপ করে বলেন, সরকারী দপ্তরে নিয়োজিত সকলেই সরকারের কাছ থেকে বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু আমরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিনাতিপাত করছি, আমাদের সংসার কিভাবে চলছে তার কেউ খোঁজ খবর নেয়না। বর্তমানে এ উপজেলার নকল নবিসদের বেশির ভাগ পরিবার খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে তিনি জানান।
তিনি দু:খ করে বলেন, না পারছি হাত পাততে, না পারছি ন্যায্য পাওনা আদায় করতে। দেশের এই ক্লান্তিলগ্নে পোরশা উপজেলাসহ দেশের সকল নকল নবিসদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।