চট্টগ্রামের ফটিকছড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বিভিন্ন প্রকারের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৬এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের প্রাণকেন্দ্র শাহনগর ইসলামীয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বাজারের একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিভিন্ন প্রকারের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আগ্নিকান্ডে মোস্তফা সাওদাগরের ২টি চা দোকান, নাসিরের কলার দোকান, বাদল শীলের হোমিওপ্যাথিকের দোকান, রুবেলের কাঁচা সবজির দোকান ও করিমের মুরগী সেইল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানান তিনি।