যশোরের বেনাপোল বাজারের কাছে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কোব্বাত আলী (৫৫) বেনাপোল ইউনিয়নের কাগমারী গ্রামের আয়ুব আলী শেখের ছেলে। তিনি ঘড়ি মেরামত করতেন।
বেনাপোল বন্দর থানার এসআই মুরাদ হোসেন প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, সোমবার সকালে বেনাপোল বাজারের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী কোব্বাত আহত হন। স্থানীয়রা তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই মুরাদ হোসেন।