‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১২০টি দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে সাড়ে ১১ কেজি করে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি ছোলা, ১ কেজি লবণসহ মোট সাড়ে ১১ কেজি করে ১২০টি দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাছে পুষ্ঠিকর খাদ্যসামগ্রী দেওয়া হয়।