রাজশাহীর গোদাগাড়ীতে করোনায় বেকার ও নি¤œ আয়ের ৪ হাজার ৫০০ পরিবার কে (জি আরের) ৫০০টাকা ও মাস্ক বিতরণ দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার গোগ্রাম ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মুজবুর রহমানের সভাপতিত্বে জি আরের টাকা বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম,উপজেলা আওয়ামীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমূখ।
উল্লেখ্য গোদাগাড়ী উপজেলা ৯টি ইউনিয়নে পর্যায়েক্রমে ৪ হাজার ৫০০ জনকে ৫০০ টাকা দেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন,গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন চলছে। করোনার কারণে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। শ্রমজীবী ও রিকশাচালকসহ নি¤œ আয়ের মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন।