ঝিনাইদহে বেশকিছুদিন ধরে তীব্র গরম আর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। প্রায় ৭ মাস বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রাটা বেড়েছে। তীব্র গরমে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। রোদের তেজে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।
গত কয়েকদিনের অব্যাহত তাপমাত্রায় বেশি কষ্ট পাচ্ছেন রোজদাররা। প্রচন্ড গরমের কারণে বেড়েছে ডায়রিয়াসহ গরমজনিত রোগ। বিশেষ করে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ ব্যাপারে হাসপাতালের ডাঃ জাকির হোসেন বলেন- গরম জনিত রোগ থেকে রক্ষা পেতে হলে বাশি-পঁচা খাবার পরিহার করতে হবে। তাছাড়াও ইফতারের ভাজা-পোড়া খাবার কম খেতে হবে বা না খাওয়ায় ভালো।
প্রচন্ড রোদ এড়িয়ে চলতে হবে। যথাসম্ভব ছায়া-শীতল স্থানে থাকতে হবে। ঝিনাইদহে মঙ্গলবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড গরমে খাদ্য-সামগ্রী নষ্ট হচ্ছে।