দিনাজপুর জেলার বিরামপুরে আরপি ৭৪ টিভি ও বিডি চাপাবাজ ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে স্থানিয় ঢাকা মোড় এলাকায় মহামারী করোনা কালিন সময়ে স্বাস্থ্য মেনে চলতে জণসাধারণের মাঝে ২ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।
আরপি ৭৪ টিভি ও বিডি চাপাবাজ ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মোড় এলাকায় জনসাধারণের মাঝে ২ হাজার পিস ফ্রি মাক্স বিতরণ করা হয়েছে। এতে করে দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানচালক ও রাস্তার দুই পাশের ব্যবসায়ীদের মাঝেও মাস্ক পরিয়ে দেওয়া হয়।
আরপি ৭৪ টিভি চ্যানেলের সহযোগিতায় ও বিডি চাপাবাজ ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে করোনা কালিন সময়ে জনসাধারণের মাঝে ঢাকা মোড় এলাকায় ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এসময় আরপি ৭৪ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা আবু নাসের খান উপস্থিত ছিলেন।
বিডি চাপাবাজ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা খালেদুজ্জান অন্ত বলেন, করোনা কালীন সময়ে জনগণকে করোনার হাত থেকে বাচানোর স্বার্থে সবাই কে মাস্ক পরিধান করার অনুরোধ জানিয়েছেন। আরপি ৭৪ টিভি প্রতিষ্ঠাতা আবু নাসের খাঁন বলেন, করোনা কালিন মহামারী সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে এবং সেই সাথে মাস্ক পরিধান করতে হবে।
বিডি চাপাবাজ ইউটিউব চ্যানেলের পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল এডমিন ইসতিয়াক বিন লিংকন, এ্যাসিসেন্ট ডিরেক্টর হাবিবুর রহমান হাবিব, স্কিপ্ট রাইটার পাপ্পু খন্দকার, এবং অভিনেতা সাকিব মাহামুদ, ফারহান খান ফারাবি, বায়েজিদ রকি, নূরইসলাম নূর, সাকিব আল-হাসান, ইসতিয়াক ও আরপি ৭৪ টিভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মহিন নাসির খান ও রায়হান।