ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, রেঞ্জের জেলাগুলোকে মাদকমুক্ত জেলা গঠনের লক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাদক বিরোধী অভিযান আরো জোরদার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগে পুলিশ সুপারদের আরো কঠোর হতে হবে। এছাড়া খুন ও নারী নির্যাতনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে হবে।
ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারী-মার্চ ২০২১ মাসের ত্রৈমাসিক এবং মার্চ ২০২১ মাসের মাসিক অপরাধ সভায় সংশি¬ষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ এ সব কথা বলেন।
সোমবার ২৬ এপ্রিল ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক এবং মার্চ/২০২১ মাসের মাসিক অপরাধ সভা ভার্চুয়াল পদ্ধতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।
অপরাধ সভায় খুন, নারী নির্যাতনসহ অন্যান্য মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আদালতে পাঠানোসহ তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মী, কমিউনিটি পুলিশিং সদস্যদের মাধ্যমে খুন ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ডিআইজি।
সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, মোঃ ফারুক হোসেন, কাজী শাহনেওয়াজসহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, নেত্রকোনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার পিবিআই গৌতম কুমার বিশ্বাস এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।