নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বোরো সংগ্রহ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম,এল এস ডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৫ শত আঠারো মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।