পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশ বাড়ী (ধুলাউদাল) গ্রামের সাদ্দাম সরকারের পুত্র মোঃ আলমগীর সরকার এর ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে দায়ের কৃত লিখিত অভিযোগে যানা যায় তার বড় ভাই মোঃ শাহিনুর সরকার (৩৫) পিতা- শাহাব উদ্দিন সরকার এর শিহিদ গত ২০১৩ সালে রহিম সরকারের কন্যা মোছাঃ রুজিনা পারভীন ২য় বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা ঘর সংশার করে আসছিলো।
বিবাহের পর তার ভাই জানতে পারে যে, উক্ত রুজিনা পারভীন একজন মাদক ব্যবসায়ী ও নিয়মিত নেশা করে। সবকিছু জেনে সুনে আলমগীরের ভাই মোঃ শাহিনুর সরকার সবকিছু ছেড়ে দিয়ে ভালো হওয়ার কথা বলেন। উক্ত মোছাঃ রুজিনা পারভীন নেশা করা অবস্থায় আলমগীর সরকারের ভাই মোঃ শাহিনুর সরকার কে অমানবিক নির্যাতন করে আসছে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
এমতাবস্থায় শাহিনুর সরকার তার স্ত্রী মোছাঃ রুজিনা পারভীন কে তালাকা প্রদান করলে মোছাঃ রুজিনা পারভীন তার স্বামী- মোঃ শাহিনুর সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করলে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরন করেন। লিখিত অভিযোগে জানা যায়। শাহিনুর সরকারের স্ত্রী মোছাঃ রুজিনা পাভীন ঐ এলাকার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এছাড়া এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এবিষয়ে আলমগীর সরকারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমার বড়ভাই মোঃ শাহিনুর সরকার মোছাঃ রুজিনা পারভীনকে ২য় বিবাহ করে। কিন্তু মাদক বিক্রয় ও মাদক পান করা থেকে বিরত থাকতে বললে সে ঐ পথ ছেড়ে নাদিয়ে আমার ভাইকে অযাথা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।