দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মোঃ তোফাজ্জল হোসেনকে মারপিট করে মারাত্বক ভাবে অহত করেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দুধিপুকুর গ্রামের মোঃ তোফাজ্জাল হোসেন এর স্ত্রী মোছাঃ আরফিনা বেগম এর গত ২৭/০৪/২০২১ ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দুধিপুকুর গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৮), মোঃ শামসুল আলম (৪০), মোঃ আউয়াল (৪০) সর্ব পিতা মৃত মতিয়ার রহমান (ফেলু), মোছাঃ মমতারা বেগম, স্বামী মোঃ শামসুল আলী, মোহাম্মদ আলী (৩৫), পিতা সারোয়াদ্দি, গ্রাম পলাশবাড়ী, পাবর্তীপুর, দিনাজপুর। গত ২১/০৪/২০২১ ইং তারিখে বুধবার দুপুর ১২টায় মোছাঃ আরফিনা বেগম এর স্বামী তোফাজ্জার হোসেন জমিতে কাজ করে বাড়ীতে ফিরার পথে আলামিনের বাড়ীর সামনে রাস্তায় পৌঁছা মাত্র উক্ত ব্যক্তিরা মারপিট করতে থাকে।
মারপিট করতে থাকলে আরফিনা বেগম এর স্বামী মোঃ তোফাজ্জাল হোসেন মারাত্বক ভাবে আহত হন। ঐ দিনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করালে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবলুকে আপোষের প্রস্তাব করলে তারা আপোষের প্রস্তাব প্রত্যাক্ষান করেন। অবশেষে মোঃ তোফাজ্জাল হোসেন এর স্ত্রী মোঃ আরফিনা বেগম ৫ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় অসহায় আরফিনা বেগম তার স্বামীকে মারপিট করায় প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।