বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভূমিকম্পে নড়বড়ে হয়ে যাওয়া মাটির দেয়ালের নিচে চাপা পড়ে বুধবার সকাল ৮টা ২৫মিনিটে বাপ্পী হাসান সিয়াম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সিয়াম আলীগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি তদন্ত হরিদাস মন্ডল জানান, বুধবার সকালে ভূমিকম্পে সোলাগাড়ি গ্রামের সিয়ামের বাড়ির পাশের একটি দেয়াল দুর্বল হয়ে যায়। কিন্তু সেটা কারও জানা ছিল না। ভূমিকম্পের প্রায় এক ঘন্টা পর সিয়াম দুর্বল হয়ে পড়া সেই দেওয়ালের পাশে বসে। তারপর সকাল সাড়ে ৯টার দিকে দেওয়ালটি ধ্বসে সিয়ামের ওপর পড়ে এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই সিয়ামের মৃত্যু হয়।