ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের তারাকান্দার বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালক দূর্গাপুর উপজেলার উঃ গুজিরকোনা গ্রামের আশরাফ আলীর পুত্র শহীদ মিয়া(৪০), একই উপজেলার আলমপুর বালুচর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র খলিল মিয়া (৩২), ফকরুদ্দিনের পুত্র মাসুম মিয়া। আর আহত হয়েছেন একই গ্রামের শাহাবুদ্দিনের পুত্র আমিনুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দূর্গাপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দার খিচা নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকামেট্রো-ট-১৮-৮৬১৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সিএনজিটি দুমরে মুচরে যায়। সংঘর্ষে সিএনজির চালক শহীদ মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার পর পর স্থানীয় লোকজন আহত আরো ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরো ২ জন মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিউর রহমান জানান দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে ২ জন মারা গেছে। সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।