রিয়াল মাদ্রিদের মাঠে গোলসহ ড্র। কোথায় চেলসির আনন্দিত হওয়ার কথা, সেখানে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের পর আক্ষেপে পুড়ছেন দলটির কোচ থমাস টুখেল। পোড়ারই তো কথা, এত এত সুযোগ যে নষ্ট করেছে তার দল। তাতে দলটিকে রিয়ালের বিপক্ষে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
নিজেদের মাঠ এস্তাদিও আলফ্রেডো ডি স্টেফানোয় এদিন কোচ জিদান দলকে নামিয়েছিলেন ৩-৫-২ ছকে। লেফট উইংব্যাক পজিশনে থাকা মার্সেলোকে চেলসি এতটাই ব্যতিব্যস্ত রাখছিল যে, তাকে বড় একটা সময় কাটাতে হয়েছিল লেফটব্যাক পজিশনে। ফলে কিছু পরেই রিয়ালের ছক পরিণত হয়েছিল ৪-৪-২ এ।
রিয়ালকে শুরু থেকেই চেপে ধরা চেলসিকে গোলের অপেক্ষাও খুব একটা করতে হয়নি। ১৪ মিনিটেই পেয়ে যায় মহামূল্য অ্যাওয়ে গোলটা। বক্সের ভেতরে বল পেয়ে ক্রিশ্চিয়ান পুলিসিচ একজন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে দিলেন ছিটকে। এরপর সামনে যখন ছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া, দারুণ এক স্টেপওভারে ছিটকে দিলেন তাকে। গোলমুখে ডিফেন্ডারের জটলার মাঝেও বলটা জড়ালেন জালে।