করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী মঙ্গলবার (২২জুন ২১) বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য এজাজুল হক এজাজ, ইউপি সদস্য মতিউর রহমান মতি, মুকুল মিয়া, মাজেদা বেগম টুনি, মনোয়ারা বেগম, ইউপি সচিব আনোয়ারুল ইসলাম প্রমূখ। নাড়ুয়ামালা ইউনিয়নে ২শত ৫০জন দুঃস্থ ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী দেওয়া হয়।
ত্রানসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, লবন ও পেয়াঁজ।