চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আক্রান্তদের জন্য কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লি. নামে একটি স্থানীয় সংগঠন জেলা প্রশাসনকে ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।
২২ জুন জেলা সদর হাসপাতালে আয়োজিত ‘সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে’ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে এ সিলিন্ডার তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। তিনি সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় মহামারী মোকাবেলায় এ ধরণের স্বেচ্ছাসেবী উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, করোনায় মানুষের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে সবাইকে মানবতার ডাকে সাড়া দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, ডা. এ এস এম ফাতেহ্ ইসলাম, ডা. আকলিমা খাতুন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একতা হেয়ার প্রসেসিং সমবায় সমিতির লিঃ এর সভাপতি হাসিবুজ্জামান সহিদ বিশ্বাস। তিনি বলেন, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছি। চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৫ হাজার শ্রমিক এ সমিতির আওতায় হেয়ার প্রসেসিং ব্যবসার সাথে যুক্ত। করোনায় তাদের দুর্দিনের কথা উল্লেখ করে তিনি স্বাস্থ্যবিধি মেনে পুনরায় কারখানা চালুর অনুমতি দেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান।