জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে” লাগাই গাছ বাড়াই বন,”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফলজ,বনজ,ঔষধি সহ নানা প্রজাতির চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে ৬৪০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ওই দিন সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া ও মহিলা প্রশিক্ষিকা জোসনা বেগম এ সব চারা বিতরণ করেন ।