করোনা ভ্যাকসিনের ভয়াবহ স্বল্পতার কারণে বেশিরভাগ দরিদ্র দেশেই কোভ্যাক্সের টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশই এ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচও জানিয়েছে, কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৩১টি দেশে মাত্র ৯ কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় কিছুই না। টিকা স্বল্পতার কারণে আফ্রিকার অনেক দেশেই দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ।
এসময় বাড়তি টিকা মজুদ করে না রাখার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আফ্রিকা মহাদেশের মাত্র ২ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি।
এদিকে এরই মধ্যে টিকা শেষ হয়ে গেছে উগান্ডা, জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ এন্ড টোবাগোতে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ডক্টর ব্রুস এইলওয়ারড বলেছেন এই সংখ্যা দরিদ্র দেশগুলোর টিকা কার্যক্রম অব্যাহত রাখার জন্য মোটেই যথেষ্ট নয়। কিছু কিছু দেশে টিকা দেয়ার মতো টিকা নেই বলেও তিনি জানান।
করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। গত দুই মাসের তুলনায় সংক্রমণ কিছুটা কমে এলেও এখনও টিকা নিতে আগ্রহী নন দেশটির অনেক মানুষ। টিকা নিয়ে ভুল ধারণা আর গুজবই এই অনাগ্রহের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, দ্রুত সব মানুষকে টিকার আওতায় না আনলে করোনা সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে।