জয়পুরহাটের ক্ষেতলাল থানা প্রাঙ্গণে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২২ জুন) বিকেল সাড়ে পাঁচটায় ক্ষেতলাল থানা প্রাঙ্গণে অফিসার্স ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল এর আয়োজনে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর অপরাধ রোধকল্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে ও এসআই মাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, শিক্ষানবীশ সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল, অফিসার ইনচার্জ ( তদন্ত) শাহ আলম, প্রভাষক আমিনুর রহমান, গৌতম কুমার নন্দী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন রায়, আওয়ামী নেতা গোলাম মহিউদ্দিন, সাংবাদিক ওয়াকিল আহমেদ ও আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত তরিকুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা পরিহার করতে হবে। মাদকের ভয়াভয়তা বুঝে মাদক থেকে দূরে থাকতে হবে। নিজের জীবনকে ভালবাসুন। জীবন এতো ঠুনকো নয় যে, আত্বহত্যা করে মূল্যবান জীবন নষ্ট করা যাবেনা।