বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জোসনা বেগম(৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।জোসনা বেগম পৌরসভার সানকিভাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুল আজিজ খলিফার স্ত্রী।
৩ সন্তানের মা মৃতঃ জোসনা বেগম সোমবার জ্বর ও কাঁশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় র্যাপিড টেষ্টে করোনা পজেটিভ পাওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
এ সম্পর্কে উপজেলা পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, ১লা জুন থেকে আজ ২২শে জুন পর্যন্ত হাসপাতালে ২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজেটিভ ৯৯ জন। মৃত্যুবরণ করেছেন ৩ জন।
মোরেলগঞ্জ হাসপাতালে মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজেটিভ,গত সোমবারেও ২১ জনের নমুনা পরিক্ষায় হাসপাতেলর একজন ডাক্তারসহ ৮ জনের করোনা সনাক্ত হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ মোরেলগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিবেন- এলাবাসীর প্রত্যাশা।