সরকারি লেণদেন ছাড়া বাগেরহাটের কচুয়া সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছে কৃর্তৃপক্ষ।ব্যাংকের এই শাখার ১১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হওয়ায় বুধবার (২৩ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোনালী ব্যাংক লিমিটেড কচুয়া শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবীন্দ্র নাথ গাইন বলেন, সিকিউরিটি গার্ডসহ আমাদের শাখায় মোট ১১ জন ষ্টাফ রয়েছে। এর মধ্যে ৮জন করোনা আক্রান্ত।
একজন সিকিউরিটি গার্ড, একজন ক্যাশ অফিসার ও আমি সুস্থ্য রয়েছি। যার ফলে উর্দ্ধোতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে সরকারি লেনদেন চলবে। এজন্য বাগেরহাট থেকে আশা একজন ক্যাশিয়ার আমার শাখায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে খুবই জরুরী হলে আমরা গ্রাহকদের টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া উপজেলা কার্যালয়ের এজিএম নাজমুল হাসানও করোনা আক্রান্ত হয়েছেন।