নীলফামারীর ডোমারে কোভিট -১৯ করোনা রোগী ৮ জনকে শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হার বারী।
তাদের মধ্যে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে ৬ জন ও গোমনাতী ইউনিয়নে ২ জনের শরীরে করোনা প্রজেটিভ ধরা পড়েছে। তারা হলেন, বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস সাধুপাড় এলাকার, গোপাল রায়, কল্যান রায়, বোড়াগাড়ী বাজারের সুকুমার রায়, হাসপাতাল পাড়ার আব্দুল মালেক, হলদিয়াবন এলাকার মোজাম্মেল হক ও তার স্ত্রী, গোমনাতি এলাকার আব্দুস সাত্তার ও খালেদা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষনিক মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, সাথে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা আবশ্যক। জ্বর, কাঁশি, স্বাসকষ্টর মতো কোন লক্ষণ দেখা দিলে দ্রুত কোভিট- ১৯ পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন তিনি। এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে স্টিকার লাগিয়ে লকডাউন ঘোষনা করে আশপাশের মানুষকে সচেতন করেছি।