মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে ১ জনকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। মাগুরা ভায়না মোড় এলাকা থেকে বৃহস্পতিবার ২৪ জুন , সন্ধা সাড়ে ৬ টার দিকে ভুয়া সিআইডি পরিচয় দানকারী এমডি মোল্যাকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। এমডি মোল্যা ফরিদপুর জেলার মধুখালি থানার বৈকন্ঠপুর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
এ বিষয়ে মাগুরা ডিবি (ওসি) নাসির হোসেন জানান, ভুয়া সিআইডি পরিচয় দিয়ে সে অনেক দিন ধরে শহরের মধ্যে বিভন্ন দোকানে চাঁদাবাজি করে আসছে। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভায়না মোড় থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, গায়ে পরিহিত সিআইডি কোর্ট ও চাঁদাবাজির কাজে ব্যবহারিত একটি মোটর সাইকেল। চাঁদাবাজির ঘটনায় মাগুরা সদর থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।