নওগাঁর মান্দায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজাদুল হক আজাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় বৃস্পতিবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।
তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা বিআরডিবি অফিসে মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পজেটিভ হওয়ার পর গত ১৭ জুন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন আজাদুল হক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
মান্দা হাসপাতাল সূত্র জানায়, গত ১২ জুন মান্দা হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় আজাদুল হকের করোনা পজেটিভ সনাক্ত হয়। এরপর নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
অন্যদিকে বৃহস্পতিবার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন রোগীর র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।