বিরামপুর পৌরসভা এলাকা পল্লবী মোড় ফাইভ স্টার মার্কেট থেকে সোনালী ব্যাংক পর্যন্ত ২ শ ১৭ মিটার আরসিসি ড্রেণ নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
বুধবার (২৪ নভেম্বর) সকালে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পল্লবীমোড় থেকে সোনালী ব্যাংক পর্যন্ত মহাসড়কের পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌর মেয়র। তিনি আরসিসি ড্রেণের কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এছাড়াও ড্রেণের কাজ পরিদর্শনকালে রাস্তার আশেপাশে বসবাসরত ও দোকানদারদের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) বিপাশা, ব্যবসায়ী মোজাম্মেল মন্ডল, দবির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, ষ্টোরকিপার নুরে আলম সিদ্দিক, কার্যকারী সহকারী মনিরুজ্জামান, সহকারী হিসাব রক্ষক রায়হান কবির চপল, এলাকার সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আরসিসি ড্রেণ নির্মাণ কাজ পরিদর্শন শেষে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন, স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহাদয়ের দিক-নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পৌরসভার ৫নং ওয়ার্ড বাসীর দীর্ঘদিনের যে জলাবদ্ধতা সমস্যা ছিল। ড্রেণটি নির্মাণ হলে তা সমাধান হবে। তিনি আরো বলেন, পৌর শহর এলাকার মধ্যে কোন জলাবদ্ধতা থাকবে না। পর্যায়ক্রমে যে সকল এলাকায় জলাবদ্ধতা রয়েছে। সেগুলোরও সমাধান করা হবে।