রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার নাগরিকদের নিয়ে হোল্ডিন টেক্স ধায্য বিষয়ে গণশুনানী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় পৌর চত্বরে মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌর মেয়র সাইদুর রহমান এর সভাপতিত্বে গণশুনানী শুরু হয়। এতে অংশ নেন পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নাগরিকগন।
গণশুনানী অংশ নিয়ে পৌর নাগরিকগন তাদের বাসা-বাড়ির হোল্ডিন টেক্স ধায্য নিয়ে মতামত প্রদান করেন।
পৌর মেয়র সাইদুর রহমান তাদের মতামতের ভিক্তিতেই টেক্স ধায্য করার বিষয়ে নাগরিকগণকে আশ্বাস প্রদান করেন এবং বলেন এখন পৌরসভার কোন উন্নয়নের বরাদ্দের কথা বললেই সর্বপ্রথম ট্যাক্স পরিশোধ আছে কিনা। আমি ট্যাক্স নির্ধারণের কেউ না।আমার উপর যে ভাবে নির্দেশনা আসে আমি সেটাই আপনারদেরকে বলি।
আমাকে আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি আজ এই চেয়ারে। আমি আগেই বলেছি এখনি বলছে আমি সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চায়, আমি শোষকে পরিণত হতে চায়না। আপনাদের নিয়েই আমি। আপনারা পৌরসভার উন্নয়নের স্বার্থে যে ভাবে বলবেন সে ভাবেই কাজ করা হবে। এগণ শুনানি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় পৌর সভার সচিব আবুল হোসেন,সহকারী প্রকৌশলী নাজমুল হাসান,কর নির্ধারণ কমিটির সভাপতি মিজানুর রহমান বুলবুল, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু ,প্যানেল মেয়র-২ আতিকুর রহমান, কর নির্ধারক আনারুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ ও নাগরিকরা উপ¯ি’ত ছিলেন।