চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধু নিহত হয়েছে। সে উপজেলার চন্দ্রবাস গ্রামের সাহেব আলীর স্ত্রী। শুক্রবার সকাল ১০ টার দিকে দর্শনা মুজিবনগর সড়কের তালসারি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ফাতেমা খাতুন তার অসুস্থ স্বামী সাহেব আলির জন্য মেহেরপুরের মুুজবনগর উপজেলার বোগোয়ান গ্রামে ওষুধ আনতে যায়।
ওষুধ নিয়ে ব্যাটারী চালিত ভ্যান (পাখি ভ্যান) যোগে বাড়ি ফেরার পথে দামুড়হুদার তালসারি নামকস্থানে পৌছানে অসাবধনতা বসতো ওষুধের প্রেসকৃপশনটা হাত থেকে উড়ে যায়।
এসময় চলন্ত ভ্যান থেকে প্রেসকৃপশনটা ধরতে গিয়ে গৃহবধু ফাতেমা খাতুন সড়কের উপর পড়ে মারাত্নক ভাবে আহত হয়। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।