‘বদলে গেছে দিনকাল ভূমি সেবা ডিজিটাল’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় স্থানীয় ভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ।