ময়মনসিংহে চলন্ত ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২১ মে) সকালে নগরীর চায়নামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন সদরের চর ঈশ্বরদিয়ার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়ার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ভ্যানচালক মিন্টু একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার পড়ে ওই ভ্যানের ওপর। এতে ওই তারে জড়িয়ে দুইজনই মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।