বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে ৩০ জুলাই রোববার ভোলা জেলায় বিএনপি’র মিছিলের প্রস্তুতিকালে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম এবং ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে জলঢাকায় যুবদল উপজেলা শাখা ও পৌর কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে থানামোড় হতে মিছিলটি বের হয়ে হয়ে ডালিয়া রোড বটতলী হয়ে হেলালের বাড়ী মাঠ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, পৌর যুবদলের আহবায়ক শেখ সাদী লাভলু, সদস্য সচিব আসাদুজ্জামান রিপন, যুবদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিল্টন, এমদাদুল হক সাজু, সাইদুজ্জামান সাঈদ, গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি রউফুল ইসলাম, মীরগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, গোলনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, জাসাসের সভাপতি আবু বখতিয়ার রানা হিলু প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পোষ্য পুলিশ কতৃর্ক ভোলা জেলার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যা ও অসংখ্যা নেতাকর্মীদের আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এ সমাবেশে।