আগামী রোববার বন্ধু দিবসের বিশেষ সাতদিন আয়োজনে বন্ধুত্ব নিয়ে আড্ডা দিবেন এসময়ের আলোচিত তারকা সংগীত শিল্পী পুজা, প্রতীক, ঝিলিক ও তানজীব।
সপ্তাহের সাতদিন রাত ৮ টায় সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানটি রবিবার বন্ধু দিবসের জন্য উৎসর্গ করা হয়েছে। বন্ধু দিবসের এই আড্ডায় শিল্পী ৪জন তুলে ধরবেন তাদের দীর্ঘ সময়ের বন্ধুত্বের মজার মজার ঘটনা। আমীন আল রশীদের পরিকল্পনায় এদিনের আয়োজনটি সঞ্চালনা করবেন প্রযোজক রাণা ইসলাম।
গতানুগতিক টকশো এর বাইরে, এরই মাঝে একবছর বয়সি নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানটি দর্শকদের নজর কেড়েছে। বিজনেস ও লাইফস্টাইল প্রাধান্য দিয়ে ননফিকশন অনুষ্ঠান দিয়ে সাজানো এই টেলিভিশনটি দর্শকদের স্বস্তিদায়ক তথ্য-বিনোদনের চাহিদা পুরণে অঙ্গিকারাবদ্ধ বলেই জানান চ্যানেলটির নীতিনির্ধারকেরা।