মাগুরার মহম্মদপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে মামলার বাদীকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী ও ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে। পরিবারের সবাইকে মেরে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। বর্তমানে তারা বাড়িতে যেতে পারছেনা । উপায় না পেয়ে ওই এলাকার এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছে। সে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।’
মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার বাদীকে হত্যার হুমকির বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি। অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানায়।