বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার প্রতিকৃতিতে পুস্পার্পন প্রদান করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন,সম্মানিত বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহী-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার(ভূমি) আব্দুল মালেক,থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এ বিএম মিজানুর রহমান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং যুব ও যুবমহিলাদের মধ্যে থেকে যুব নেত্রী শেফালী আক্তার রাখি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার রতন কৃষ্ণ দাস,উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ,উপঃ মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, আনসার ভিডিপি অফিসার শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ন্যাশনাল সার্ভিস কর্মসুচির উপকারভোগী কর্মীবৃন্দ।
আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মহিলাদের আয়বর্ধক ১০০শত প্রশিক্ষনার্থীদের মাঝে জনপ্রতি ১২ হাজার টাকার চেক বিতরন করা হয়।