মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয়ে গতকাল সোমবার সকালে ৭ নবেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীন বিএনপি নেতা খালেক সর্দার, জেলা বিএনপি সাবেক সদস্য মাহবুবুল আলম টিপু, জেলা যুবদলের সহ সভাপতি মুন্সী মাহফুজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, যুবদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ছবির হোসন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাশ প্রমুখ।
এ সময় জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, জেলা যুবদলের ত্রান বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন মোল্লা, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন, জেলা শ্রমিক দলের আজিবর রহমান, সদর থানা যুবদলের যুগ্ম আহবা্রযক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নবির হোসেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আবদুল্লা আল মাহমুদসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটিতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবদন পূর্বক স্বৈরাচারের পতন কামনা করেছেন মাগুরা ১ আসনের গত সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।