ভোলা বোরহানউদ্দিনে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় একদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুন্নী ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরের ২০টি স্টল অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।