নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজে ডা. শামসুল আলম খান মিলনের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘একটা নিরপেক্ষ নির্বাচন হোক সেটা আমাদের নেত্রী শেখ হাসিনা চান। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। আমি আশা করি, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে সেভাবেই হবে।
তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের বয়স ৫০ বছর পেরিয়ে গেলেও ২১ বছর টানা বাধাগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার দায়িত্বশীল আচরণ খুবই প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, ‘বিরোধী দল দায়িত্বশীল আচরণ না করলে সরকারের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না।’গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি মন্তব্য করে কাদের বলেন, ‘সরকার চায় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন।
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্যান্য দেশে যে ব্যবস্থা নেওয়া হয় তাই করা হবে বাংলাদেশে। তবে তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি বাস্তবায়িত হবে না। বিএনপির এ দাবি কর্পূরের মত উবে যাবে।