কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ রফিকা বেগম (৪৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা মুকুল জানান,গত শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলা বিশেষ কায়দায় পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদ করেছেন।এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি বিশেষ টিম টেকনাফ সদরের কে কে পাড়াস্থ জনৈক আফজালের বাড়ি থেকে নুর বশরের স্ত্রী রফিকা বেগমকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ আজাদ উদ্দিন বাদী হয়ে আটককৃত মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।