কুড়িগ্রামের চিলমারীতে প্রেসক্লাব চিলমারীর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব চিলমারীর সম্মানিত সদস্য ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম লিচু,থানাহাট ইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক মিলন ও রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা।
প্রেসক্লাব চিলমারীর নির্বাচন কমিটির আহবায়ক মো.ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মাহবুব, নব-নির্বাচিত সভাপতি মো.মনিরুল আলম লিটু, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ,এসএম নুরুল আমিন সরকার, সিনিয়র সদস্য নিজামুল ইসলাম উজ্জল প্রমুখ।
সাহিত্য বিষয়ক সম্পাদক আ.রহমান রতনের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,নব-নির্বাচিত সহ-সভাপতি আ.লতিফ মেহেদী,সাধারন সম্পাদক ছাবেদ আলী মন্ডল,যুগ্ম সম্পাদক সিদ্দিকুল ইসলাম খোকন, জিয়াউর রহমান জুয়েল, অর্থ সম্পাদক আ.রহিম দুলাল,তথ্য সম্পাদক আলমগীর হোসাইন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মঞ্জুরুল আহসানসহ ১৫সদস্যের কমিটি,সাধারণ সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ।