কুড়িগ্রামের উলিপুরে শিশু মাইশা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ০৬ ডিসেম্বর দুপুরে উলিপুর পৌর শহরের বড় মসজিদ মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উলিপুরের সচেতন নাগরিক এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, উলিপুর ‘নারী’ সংগঠনের উদ্যোক্তা ফরিদা ইয়াসমীন, সমাজ কর্মী মোতলেবুর রহমান, মাসুম করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু মারুফা জাহান
মাইশার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দায়ী চিকিৎসকের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে, মাইশার মত আর যেন কোনো বাবা-মায়ের সন্তানকে অকালে জীবন দিতে না হয়, সেদিকে ডাক্তারদের সতর্ক থেকে চিকিৎসার মত অধিকার থেকে মানুষকে বঞ্চিত না করতে আহবান জানান বক্তারা। এ সময় মানববন্ধন থেকে মাইশা হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবীও করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ৩০ নভেম্বর ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশা নামে কুড়িগ্রামের এক শিশুর হাতের আঙুলের অপারেশন করার সময় শিশুটির মৃত্যু হয়। পরে সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসে তার বাবা-মা। দাফনের আগে শিশু মাইশার গোসল করানো নারীরা দেখতে পান, মাইশার নাভির নিচে পেট জুড়ে কেটে ২০ টি সেলাই করা। এ ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুর হয়। শিশুটির পরিবারের দাবি, হাতের অপারেশন করার সময় তাদের মেয়ের পেট কেন কাটা হয়েছে ? তা তারা জানেন না। এ ঘটনাকে হত্যাকান্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানায় শিশুটির পরিবার ও এলাকাবাসী।