ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হৃদয় (২০) নামের এক আর্জেন্টিনার সমর্থক নিহত হয়েছে। নিহত হৃদয় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেন এর পুত্র। এই ঘটনায় উভয় পক্ষের ১০জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অভিযুক্তদের হাতকড়া পড়িয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে।
হাসপাতালে চিকিৎসাধীনরা জানায়, ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন সময়ে নুডলস খাওয়াকে কেন্দ্র করে আলী আকবর ও হ্নদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। আলী আকবর হ্নদয়ের সঙ্গে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এই ক্ষোভ থেকে মঙ্গলবার রাতে আলী আকবর বেশ কয়েকজন কিশোরকে নিয়ে হ্নদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়।
নিহত হ্নদয়ের মা নুর নাহার জানান, মঙ্গলবার রাতে হ্নদয় বাড়িতে ভাত খাচ্ছিলেন। এমন সময় আলী আকবর মুঠোফোনে তাকে ডেকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। রাত পৌনে ১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ভ্যানগাড়ী চালিয়ে ছেলেকে বিএ পাশ করিয়েছি আজ খলিল আকবাররা আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।
ভোলা সদর থানার এসআই কবির উকিল বলেন, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, এতে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে অভিযুক্তদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।