৭ ডিসেম্বর মাগুরা হানাদারমুক্ত দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বেলা ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
দিবসটি উপলক্ষে দুপুরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির উপর আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধের স্মারক গ্রন্থ ‘বীর কথন’ এর মোড়ক উন্মোচন করা হয়। জেলা প্রশাসক ড, আশরাফুল আলম এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, জেলা পরিষদ চেয়াম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু প্রমুখ। এছাড়া সন্ধ্যায় ব্লাক আউট ও শহরের বিভিন্ন সড়কে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।