মাগুরায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও ফেসটুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে একই চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি পালন উপলক্ষে সকল অনুষ্ঠানের নেতৃত্ব দেন মাগুার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, অধ্যক্ষ এম আর খানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা,সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।