দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘মান অভিমান‘ প্রচারিত হচ্ছে সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।
এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ ঃ রানুর মেয়ে সততা কাউকে না বলে রাহাতের ছেলের সাথে তাদের বাড়ি যায়। সততা বাড়িতে বলে না আসায় রাহাত তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। সততা নিজের পরিচয় গোপন রাখলেও যাওয়ার পথে রাহাত জানতে পারে সততা আসলে রানুর মেয়ে। দশ বছর পর এবার কি তাহলে রাহাত-রানু মুখোমুখি হবে?
বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায় এবং লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। মান অভিমান নাটকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার ও ইমিলা হকসহ আরও অনেকে।