শিল্পরগরী ছাতক থানার নবাগত ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকিরের সাথে মতবিনিময় সভা করেছে প্রেসক্লাব কর্মরত সাংবাদিকরা।
বুধবার দুপুরে ওসির কার্যালয়ে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুলধারা ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার (দৈনিক সিলেট বানী), সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি (দৈনিক যুগান্তর),বর্তমান যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ (দৈনিক নয়া দিগন্ত), সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ মো.আখতারুজ্জামান (দৈনিক সমকাল/উত্তর পূর্ব), সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম,রেজা (দৈনিক ইনকিলাব/শ্যামল সিলেট), কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ (দৈনিক কাজির বাজার), প্রচার সম্পাদক জুনাইদ আহমদ (দৈনিক জৈন্তাবার্তা) সদস্য নাজমুল ইসলাম (দৈনিক জালালাবাদ), শাহ মো.আলী মুজিব (সিলেটের দিনকাল), মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), মো.নুর উদ্দিন (দৈনিক আমাদের অর্থনীতি/আমাদের নতুন সময়), আরিফুর রহমান মানিক (দৈনিক ভোরেরপাতা) হেলাল আহমদ (দৈনিক সুনামগঞ্জের সময় ), লুৎফুর রহমান শাওন (দৈনিক বিজয়ের কন্ঠ), সাংবাদিক এইচএম খালেদ আহমদ অগ্রযাত্রা/সিলেট তথ্যানুসন্ধান), মীর আমান (প্রতিদিন সংবাদ )।
নবাগত মতবিনিময় কালে এলাকার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির উপজেলা আইন-শৃংখলা রক্ষায় প্রেসক্লাব সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।