বাগেরহাটে পাচঁ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিতে টুরিষ্ট গাইড ও ফটোগ্রাফারদের প্রশিক্ষন শুরু হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাটে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টুরিষ্ট গাইড ও ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়।
বাগেরহাট সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ভাইস চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি রিজিয়া পারভীনে সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলি, জাইকা কর্মকর্তা দীপংকর কুমার মল্লিক।
পর্যটনের ব্যাসিক ধারনা বিষয়ে সেশন পরিচালনা করেন বাগেরহাট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাগেরহাট প্রেসক্লাব আহাদ উদ্দিন হায়দার। পর্যটন আইন ও নিরাপত্তা বিষয়ে সেশন পরিচালনা করেন ওসি টুরিষ্ট পুলিশ মো: মোশারফ হোসেন।
অনলাইন আবেদনের মাধ্যমে ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যাচাই বাছাইকৃত ৩০ জন অংশগ্রহনকারীকে নিয়ে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়।